ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘নাটোর বিএনপিকে নেতাকর্মী শূন্য করার চেষ্টা চলছে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
‘নাটোর বিএনপিকে নেতাকর্মী শূন্য করার চেষ্টা চলছে’ ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপির নাটোর জেলা শাখাকে নেতাকর্মী শূন্য করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (২ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।



ড. রিপন বলেন, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পরিকল্পিতভাবে যুবলীগকর্মী পলাশকে হত্যা করে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র নামে মামলা দায়ের করেন। এ মামলায় দুলু ১৩ মাস কারান্তরীণ ছিলেন। তারপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পূর্ণবিশ্রামে থাকায় এরমধ্যে কোন কর্মসূচিতেও অংশ নিতে পারেননি। কিন্তু নাটোর সদর আসনের সংসদ সদস্য গত ৩০ আগস্ট যুবলীগের দুইকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিকল্পিতভাবে দুলু’র নামে মামলা দায়ের করেন। শুধু দুলু’র জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে তাকে দু’টি মামলায় জড়ানো হয়েছে।

বিএনপির মুখপাত্র বলেন, দুই যুবলীগকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে শাসক দলীয় সন্ত্রাসীরা। তারা ছাত্রদল কর্মী ফয়সাল খানকে মারপিট ও জখম করে। শুধু তাই নয়, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ আবুল ব্যাপারীসহ অনেক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে পুলিশ নাটোর জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাবসহ ১৮ জন নেতাকর্মীকে তাদের বাসভবন থেকে গ্রেফতার করে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অশালীন আচরণ এবং গালিগালাজ করে। গ্রেফতার করা হয় অশীতিপর বৃদ্ধ আব্দুল মোতালেব দুলাল ব্যাপারীসহ অন্তত ১২ ব্যবসায়ীকে। এ ঘটনাকে পুঁজি করে নাটোরে গ্রেফতার বাণিজ্য শুরু হয়েছে।

নাটোর বিএনপিকে নেতাকর্মী শূন্য করার অপচেষ্টা চলছে অভিযোগ করে ড. রিপন বলেন, এর অংশ হিসেবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ শতাধিক নেতাকর্মীর নামে বিভিন্ন সময়ে মামলা দায়ের চলছে।

গত ১ বছরে নাটোরে তিন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে দাবি করেন বিএনপির মুখপাত্র আরও বলেন, নাটোরবাসী যখন ওই এমপির কীর্তি নিয়ে সমলোচনায় মুখর, যখন নিজ দলেও তার অবস্থান শূন্যের কোঠায়, তখন জনসাধারণের দৃষ্টি ভিন্নখাতে ফেরানোর জন্য তিনি পরিকল্পিতভাবে এ ধরণের ঘটনার জন্ম দিয়েছে।

তিনি এসব মামলা-হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।