ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘ঘরে বসে বিএনপির পকেট কমিটি করলে সেটা গ্রাহ্য হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
‘ঘরে বসে বিএনপির পকেট কমিটি করলে সেটা গ্রাহ্য হবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, বিএনপিকে সংগঠিত করার কাজ চলছে। যারা মাঠে রয়েছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের নিয়ে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন বিএনপি নেত্রী।

ঘরে বসে পকেট কমিটি করলে সেটি গ্রাহ্য হবে না।
  
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিরোধী দলের ওপর গুম খুন হামলা মামলার রেকর্ড সৃষ্টির পর এখন সরকারের পেটোয়া বাহিনীর হাত থেকে শিক্ষকরাও বাদ যাচ্ছেন না। বিদ্যুত ও গ্যাসের দাম এমনভাবে বাড়ানো হয়েছে যে, জনদুর্ভোগ আরো বেড়ে গেছে। জনগণ এই সরকারের জুলুমের অবসান চায়। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাবে।
  
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট পৌর মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফরিদপুর শহর বিএনপির আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া। বক্তব্য দেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জিয়া মঞ্চের সহ সভাপতি নায়েবা ইউসুফ, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ।
   
সভায় বক্তারা ফরিদপুরে বিএনপির অভ্যন্তরে আওয়ামী লীগের এজেন্ট রয়েছে উল্লেখ করে বলেন, যদি ওই সব এজেন্টদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয় তবে আমরা আর কোনোদিন বিএনপি করবো না। হয় অনন্তকাল বিএনপি করবো, নয়তো এটিই হবে আমাদের পক্ষ থেকে বিএনপির শেষ সভা। ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের একটি মুরগির খামার থেকে পকেট কমিটি গঠনের নির্দেশনা চলছে বলেও সভায় অভিযোগ করা হয়।
   
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, ‘গণতান্ত্রিক আন্দোলনে’ নিহতরাসহ ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুকুলুর রহমান ও গেরদা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।