ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

একদিন পেছালো বিএনপির কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
একদিন পেছালো বিএনপির কর্মসূচি

ঢাকা: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি একদিন পেছানো হয়েছে। এতে শনিবারের (৫ সেপ্টেম্বর) পরিবর্তে এ কর্মসূচি পালিত হবে রোববার (৬ সেপ্টেম্বর)।



বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির সময় পরিবর্তনের বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মষ্টমী ৫ সেপ্টেম্বর হওয়ায় কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সারাদেশে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন নজরুল ইসলাম খান

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশ যখন বন্যায় ভাসছে, লাখো বন্যার্ত মানুষ যখন বিপন্ন, পেয়াজ-মরিচ, শাক-সবজি, চাল-ডাল, মাছ-মাংসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নির্দিষ্ট, নিম্ন ও মধ্য আয়ের কোটি কোটি মানুষ যখন দিশেহারা, ঠিক তখন অযৌক্তিক ও বে-আইনিভাবে গ্যাস-বিদ্যুৎ ও সিএনজির দাম বাড়ানো হয়েছে।
 
নজরুল ইসলাম খান বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১২০ ডলার থেকে কমে যখন ৪০ ডলার হয়েছে, গত ৫ বছরে সরকারি সংস্থা পেট্রোবাংলা যখন ২০ থেকে ৮০ হাজার কোটি টাকা মুনাফা করেছে, তখন জ্বালানি তেল দিয়ে উৎপাদিত বিদ্যুতের দাম কমানো-ই ছিল স্বাভাবিক।
 
কিন্তু, বিনাভোটে ক্ষমতায় বসা সরকার গ্যাস-বিদ্যুতের দাম না কমিয়ে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, সেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব ও জবাবদিহিতা নেই। সঙ্গত কারণেই গ্যাস-বিদ্যুতের দাম না কমিয়ে আরেক দফা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বর্ধিত মূল্য কমানোর দাবি জানাচ্ছি-বলেন নজরুল ইসলাম খান।
 
তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ ও সিএনজির দাম বাড়ানোর ফলে অনিবার্যভাবেই জীবনযাত্রার ব্যয় বাড়বে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ কমবে, শ্রমিকরা চাকরি হারাবে, কৃষিপণ্য উৎপাদনে খরচ বাড়ায় কৃষকরা আরো লোকসানের মুখে পড়বে।
 
নজরুল ইসলাম খান বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর যুক্তি হিসেবে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টিকে দাঁড় করানো হয়েছে। কিন্তু ১৬ কোটি মানুষের দেশে সরকারি কর্মচারী রয়েছে মাত্র ১৩ লাখ। অর্থাৎ মোট জনসংখ্যার ৪ শতাংশের বেতন বাড়িয়ে ৯৬ শতাংশ মানুষের ওপর বাড়তি দাম চাপিয়ে দিয়েছে সরকার। এটা গণবিরোধী ও অযৌক্তিক।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
এজেড/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।