ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ৭ শিবির কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
খুলনায় ৭ শিবির কর্মী আটক ছবি: প্রতীকী

খুলনা: নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে খুলনায় সাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে শিবিরের ব্যক্তিগত রিপোর্ট বই উদ্ধার করা হয়েছে।


 
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহানগরের দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- আবু সাঈদ (১৭), নাজমুল ইসলাম (১৬), রূহুল আমিন (১৮), নাঈম হোসেন (১৬), শাহাজান কবীর (১৬), সাইফুল ইসলাম (১৬) ও আশরাফ হোসেন (২৬)।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ানা এলাকার তাজমহল ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে শিবিরের সাত কর্মীকে আটক করা হয়।
 
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।