ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ জামায়াতের আমির আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
গোপালগঞ্জ জামায়াতের আমির আটক ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের জামায়াতের আমির অ্যাডভোকেট আজমল হুসাইন সরদারকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে শহরের মিয়াপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।

তিনি গোপালগঞ্জ সদর উপজেলার এমএইচ খান কলেজের ভাইস-প্রিন্সিপাল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, জামায়াতের ঘোষিত কর্মসূচিতে তিনি অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টি করতে পারেন, এমন আশঙ্কার ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।