ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শুক্রবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
বিএনপি কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শুক্রবার ফাইল ফটো

ঢাকা: বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির মাস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।



ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন। এছাড়া সেখানে চিকিৎসা নেওয়া রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হবে। শুক্রবার সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মেডিকেল ক্যাম্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও ড্যাব’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।