ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

কাজী জাফরের কুলখানি শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কাজী জাফরের কুলখানি শুক্রবার কাজী জাফর আহমদ

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমদের কুলখানি কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় পার্টির একাংশের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এ উপলক্ষে চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রয়াত কাজী জাফরের আত্মীয়, বন্ধুজন, সহকর্মী, শুভার্থী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সব পেশার মানুষকে কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়ে রূহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির মহাসচিব (জাফর অংশ) মোস্তাফা জামাল হায়দার দেশের সব জেলা, উপজেলায় কাজী জাফরের কুলখানি অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানান।

বিশিষ্ট রাজনীতিক কাজী জাফর গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী মমতাজ বেগম, তিন মেয়ে কাজী জয়া আহমেদ, কাজী সোনিয়া আহমেদ ও কাজী রুনা আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী ও কর্মী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।