ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

তালা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
তালা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির আটক

সাতক্ষীরা: পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) লাঞ্ছিত করে জব্দকৃত চোরাই মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।



পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তালা উপশহরের আজিজের গ্যারেজ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করে তালা থানার এএসআই মনির হোসেন। এ সময় তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেন ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার এএসআই মনির হোসেনকে লাঞ্ছিত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরে তাকে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরদার জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।