ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের কারামুক্তি দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
তারেকের কারামুক্তি দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষে জড়িয়ে পড়লো ছাত্রদলের দুই গ্রুপ।

বৃহস্পতিবার বিকেলে কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স  বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত হয় তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার।



বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির সিনিয়র নেতারা।

অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বর্তমান সহসভাপতি মামুনুর রশীদ মামুনের সমর্থকরা হাতাহাতি-সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দুই গ্রুপ সরে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।