ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সংগ্রামী নেতাদের অবস্থা ভালো না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
সংগ্রামী নেতাদের অবস্থা ভালো না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সংগ্রামী নেতাদের অবস্থা ভালো না। যারা ভোগ ছাড়া কিছু বোঝে না, বর্তমান রাজনীতি তাদের হাতে চলে গেছে।



বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আরও বলেন, আমারা ক্ষমতায় গেলে নতুন করে রাজনৈতিক সংস্কার করবো। যেন দেশের গণতন্ত্র আর কেউ নষ্ট করতে না পারে।

দেশে একদলীয় রাজনীতি চলতে থাকলে অবশ্যই জঙ্গিবাদের উত্থান হবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ.স.ম. হান্নান শাহ্ বলেন, তারেক রহমান স্বেচ্ছায় বিদেশ যাননি। আওয়ামী লীগ দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে ফখরুদ্দিন সরকারকে দিয়ে রাজনৈতিক মাইনাস করার চেষ্টা করেছে।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু সরকারি মামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিএনপির ভেতরেও অনেকে ষড়যন্ত্রে লিপ্ত।

দলের ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ আহমেদ, সেলিনা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এফবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।