ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী জেলা মহিলা আ’লীগে মর্জিনা সভাপতি, মিতা সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
রাজশাহী জেলা মহিলা আ’লীগে মর্জিনা সভাপতি, মিতা সম্পাদক মর্জিনা পারভীন ও নাসরিন আক্তার মিতা

রাজশাহী: রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে অবশেষে সমঝোতার ভিত্তিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব পদে অধিষ্ঠিতদের নাম ঘোষণা করা হয়।



ঘোষণা অনুযায়ী নতুন কমিটিতে এবারও মর্জিনা পারভীনকে সভাপতি ও অ্যাডভোকেট নাসরিন আক্তার মিতাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বৃহস্পতিবার রাতে বাগমারার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে ভোটাভোটি ছাড়াই মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি আশরাফুন নেছা মোশারফ তাদের নাম ঘোষণা করেন। এ দুই পদে একাধিক প্রার্থী থাকায় তাদের নিয়ে বসে সমঝোতা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুরজাহান, রোকসানা মেহবুবা চপলা ও হাসনা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন নাহার মুক্তি, জয় জয়ন্তি মালতি ও জ্যোৎস্না এবং সাংগঠনিক সম্পাদক মিলি ও নাসিমা আক্তার। নতুন কমিটির নেতারা পূর্ণ কমিটি গঠন করবেন।

এর আগে দুপুরে সম্মেলনে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।