ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
আ.লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বিএনপি লুটপাট আর সন্ত্রাসের রাজনীতি করে কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদরের মেঘনার ভাঙনকবলিত ইলিশা ইউনিয়ন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে ৯২ দিন সস্ত্রাস, নাশকতা চালিয়ে ব্যবসায়ীদের ক্ষতি ও আন্তজার্তিক অঙ্গণে সুনাম ক্ষুন্ন করেছেন।

তিনি বলেন, বিএনপির আমলে ভোলায় নদী ভাঙনরোধে শত কোটি টাকা বরাদ্দ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ ওই আমলে পানিসম্পদ মন্ত্রী ছিলেন ভোলার।

মন্ত্রী বলেন, ভোলায় নদী ভাঙনের প্রবণতা অনেক বেশি। তাই ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে স্থায়ীভাবে ভোলাকে রক্ষা করা হবে। যারা গৃহহারা হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে, তাই বিদেশি  বিনিয়োগকারীরা ভোলায় আসবেন। মনপুরা ও কুকরী-মুকরীকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। ভোলা হবে দেশের সবচেয়ে আকর্ষণীয় জেলা।

বাণিজ্য মন্ত্রী পরে ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারের মধ্যে নগদ ৫ হাজার করে মোট ৩০ লাখ টাকা বিতরণ করেন।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু,  পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ব্যবসায়ী মাঈনুল হোসেন বিপ্লবসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও  আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।