ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আগুন সন্ত্রাসীদের এক চুলও ছাড় দেওয়া হবে না

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
আগুন সন্ত্রাসীদের এক চুলও ছাড় দেওয়া হবে না তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: জঙ্গিবাদ-মৌলব‍াদের আশ্রয়দাতা আগুন সন্ত্রাসীদের এক চুলও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে র‍াজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ইনু আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও গণতন্ত্রকে, এদেশের স্বাধীনতাকে হত্যা করতে চায়, যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে চায়। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, আরও অনেকের বিচার চলমান রয়েছে।

তিনি বলেন, খালেদা-তারেক এবং বিএনপি গণতন্ত্রের ঘর থেকে বের হয়ে গেছে। তারা গ্রেনেড-বোমা-অস্ত্র হাতে তুলে নিয়েছে। তাই তাদের সঙ্গে আর নির্বাচন বা গণতন্ত্র নিয়ে কোনো আলোচনা করার সুযোগ নেই। এসব জানার পরও কেউ কেউ তাদের পক্ষে উকালতি করছেন।

৭৫’র হত্যাকাণ্ড, ১৫ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা এবং মানুষ পুড়িয়ে হত্যা করা একই সূত্রে গাঁথা বলেও এসময় মন্তব্য করেন তিনি।
ইনু বলেন, আগুন-বোমা সন্ত্রাসের মূল নায়ক খালেদা-তারেকসহ অন্যান্য মানুষ হত্যাক‍ারীদের ছাড়া দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের সায়েস্তা করা হবে।

একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারী তালেবানি চক্রকে কঠোর হ‍াতে দমন করতে যুব সমাজকে সামনের সারিতে থাকার ‍আহ্বান জানান তিনি।

জাতীয় যুব জোটের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এসময় জাসদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সহ-সভাপতি রেজাউল করিম, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, জাতীয় সাংস্কৃতিক জোটের সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এমএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।