ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে যুবদল নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ঝিনাইদহে যুবদল নেতা খুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা থানায় আবু জাফর (৪৭) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত জাফর শৈলকুপা থানার ১৩ নং উমেদপুর ইউনিয়নের যুবদলের সভাপতি ও তামিনগর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।



শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শৈলকুপা থানার রয়েরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এম এ হাসেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার রাত ১০ টায় রয়েরা বাজার থেকে বাসায় ফেরার সময় ৫ থেকে ৬ জন সন্ত্রাসীরা আবু জাফরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে সন্ত্রাসীরা তার দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে আবু জাফরের অবস্থার অবনতি দেখে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এই ঘটনায় সন্ত্রাসীদের কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। তবে পুলিশ পুরো এলাকা জুড়েই তল্লাশি চালাচ্ছে।

এ ঘটনায় যুবদলের সভাপতি আবু জাফরের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি।

আবু জাফরকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫/আপডেট: ১২৪৪ ঘণ্টা
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।