ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আইএস-জঙ্গিবাদ, অভিবাসন সঙ্কট মোকাবেলার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আইএস-জঙ্গিবাদ, অভিবাসন সঙ্কট মোকাবেলার আহ্বান ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতৃত্বকে বিশ্ব অভিবাসী সঙ্কট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন।
 
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে তারা এ আহ্বান জানান।


 
সমাবেশে কাজী আরেফ ফাউন্ডেডশনের সভাপতি মাসুদ আহমেদ বলেন, উগ্র ইসরাইলি মতবাদ, জঙ্গিবাদের কারণে সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তাতে অভিবাসন সঙ্কটকে তীব্র থেকে তীব্রতর করছে।
 
তিনি বলেন, উগ্র ইসরাইলি মতবাদ সারা বিশ্বে ধর্মীয় জঙ্গিবাদের জন্ম দিচ্ছে। সেই ইসরাইলকে পেছন থেকে মদদ দিচ্ছে আমেরিকা। এদের আশ্রয়ে-প্রশ্রয়ে আইএস জঙ্গিরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে সন্ত্রাস করে যাচ্ছে তাতে সারা বিশ্বে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।
 
জঙ্গিবাদের সন্ত্রাসকে মোকাবেলা করতে, বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে বিশ্ব নেতৃত্বের ঐক্যবদ্ধ উদ্যোগের কোনো কোনো বিকল্প নেই।
 
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সমুদ্রতটে শিশু আইলানের নিথর মৃতদেহের ছবি আজ বিশ্ব বিবেককে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। ফলে আমাদের দেশের জাতীয় নেতৃত্বের চুপ করে থাকার সুযোগ নেই।
 
বক্তারা বলেন, ইউরোপসহ সারা বিশ্বে আমাদের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা রয়েছে। সে গ্রহণযোগ্যতা দিয়েই তিনি অভিবাসন সঙ্কট মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
 
বক্তারা আরও বলেন, ইসরাইল, আমেরিকার মদদে আমাদের দেশেও বিভিন্ন জঙ্গি সংগঠনের উত্থান আমরা দেখতে পাচ্ছি। খোলস পাল্টে এরা প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। হিযবুত তাহরিরকে নিষিদ্ধ করা হলেও অনলাইনে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি জঙ্গিবাদী এ সংগঠনটি অনলাইন কনফারেন্স করেছে। অথচ আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো এর কোনো খবরই রাখে না।  
 
বক্তারা আইএএস, জঙ্গিবাদের মোকাবেলার পাশাপাশি অভিবাসন সঙ্কটেরও কার্যকর সমাধানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্বকে আহ্বান জানান।
 
সমাবেশে অংশ নেন ন্যাপ ভাসানী, গণসংগ্রাম পার্টি, লোকশক্তি পার্টি, গণতান্ত্রিক ন্যাপ ভাসানী, কাজী আরেফ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদের নেতারা।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএইচপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।