ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
মানিকগঞ্জে বিএনপির সমাবেশ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে পুলিশি বাধা সত্ত্বেও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে যান নেতাকর্মীরা।

পুলিশ এতে বাধা দিলে কার্যালয়ের সামনেই সমাবেশ করেন তারা।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকশেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক আব্দুল মজলিশ খান মাখন, সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ, এস এম ইকবাল হোসেন, যুবদল নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।

বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। তারা গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।