ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘অগণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে কাজ করে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
‘অগণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে কাজ করে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: কোনো অগণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে কাজ করে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতারা।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের হরিকিশোর রায় রোডে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।


 
বক্তারা বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকার ভোট ছিনতাইকারী তাবেদার সরকার। এ সরকার কখনই জনগণের কল্যাণে কাজ করতে পারে না। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে।

তারা বলেন, জনগণের কল্যাণে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে, আন্দোলন চলবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ. কে. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি খন্দকার নুরজাহান ইয়াসমিন বুলবুল, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদ, শাহ শিব্বির আহমেদ ভুলু, কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন প্রমুখ।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর এ সমাবেশকে ঘিরে আবারও দলীয় কার্যালয়ে আসেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেন। গত সরকার বিরোধী আন্দোলনে তার নিষ্ক্রীয়তা নিয়ে দলের ভেতরে-বাইরে নানা প্রশ্ন ছিল।

এদিকে, এ সমাবেশকে ঘিরে কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন তার অনুসারী দক্ষিণ, শহর ও কোতোয়ালী যুবদলের নেতা-কর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেন। এ শোডাউনের মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে জেঁকে বসা হতাশা অনেকটাই কেটে গেছে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে দলীয় রাজনীতিতে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।