ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ডোমার ছাত্রদলের দুই নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ডোমার ছাত্রদলের দুই নেতা কারাগারে

নীলফামারী: নাশকতা মামলায় নীলফামারীর ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরা হলেন- ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত (২৫) ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সজিব (২৪)।



রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, ছাত্রদলের ওই দুই নেতার বিরুদ্ধে ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলন ও অবরোধ চলাকালে সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়াসহ ৫ জানুয়ারির নির্বাচনে উপজেলার দরগাপাড়া ও বড়গাছা ডুগডুগি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা ও নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।