ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশে আইনের শাসন নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
‘দেশে আইনের শাসন নেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে কোনো আইনের শাসন নেই, নেই সুশাসন, আইনশৃঙ্খলার বিপর্যয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়।

নিরাপদে বসবাস করতে চায়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্রনগর মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা ক্ষমতা ছেড়েছিলাম। কিন্তু আজ কি দেখছি। দেশে কোনো শান্তি নেই। মানুষ ভয়ে মুখ খুলতে চায় না। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে গুম হয়ে যায়। দেশের মানুষ আজ ভীত।

এরশাদ আরও বলেন, কোনো সরকারই আমাদের প্রতি সুবিচার করেনি। সবাই আমাদের প্রতি অন্যায় করেছে।

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রমুখ।

পরে হুসেইন মুহম্মদ এরশাদ কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে অধ্যক্ষ নুরুল ইসলাম মিলন এমপি এবং সাধারণ সম্পাদক পদে এএইচএনএম সফিকুর রহমানের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।