ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আমানের জামিন, মান্নানের বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আমানের জামিন, মান্নানের বহাল

ঢাকা: নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অপর এক আদেশে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।



রোববার (০৬ সেপ্টেম্বর) আমানউল্লাহ আমানের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। আর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ অধ্যাপক এম এ মান্নানের জামিন বহাল রাখেন।

চলতি বছরের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর পল্টন, মতিঝিল ও মুগদা এলাকায় গাড়ি ভাংচুরের অভিযোগে আমানউল্লাহ আমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে পুলিশ। আর একই সময় গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় গাড়ি ভাংচুরের অভিযোগে এম এ মান্নানের বিরুদ্ধে মামলা হয়।

এর আগে গত মাসে এম এ মান্নানকে জামিন দেন হাইকোর্ট। এ জামিন স্থগিত চেয়ে পরে আপিল করেন রাষ্ট্রপক্ষ। রোববার এ আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী  জয়নুল আবেদীন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
ইএস/আরএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।