ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: গ্যস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মিছিল করেছে জামায়াতে ইসলামী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় ঝটিকা মিছিল করে সংগঠনটির সিলেট মহানগর শাখার নেতাকর্মীরা।



সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য, ঝটিকা মিছিলটি কয়েক মিনিট স্থায়ী ছিলো। দরগাহ গেট এলাকায় এসে ফটোসেশন করেই দ্রুত স্থান ত্যাগ করে মিছিলকারীরা।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, মহানগর সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি মো. শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
এএএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।