ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আইভীকে শামীম ওসমান

দুর্নীতি করে পার পাবেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
দুর্নীতি করে পার পাবেন না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: দুর্নীতি করে পার পাবেন না বলে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে সতর্ক করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, দুর্নীতি থেকে বাঁচতে আপনি রাতদিন ঢাকায় দৌড়ঝাঁপ করছেন।

রথি-মহারথিদের দরোজায় দরোজায় ঘুরছেন। কিন্তু এবার আপনি পার পাবেন না। কারণ শেখ হাসিনার সরকারের আমলে কোন দুর্নীতি বা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হয় না, হবেও না।

রোববার বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি বাণিজ্যিক এলাকায় “সিটি করপোরেশনের দুর্নীতি বিরোধী” নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যিনি ২০১১ সালে সিটি করপোরেশন নির্বাচনে আইভীর নির্বাচন করেছিলেন।

দুপুরের পর থেকেই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে সিটি মেয়র আইভীর দুর্নীতির সচিত্র ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকে বিক্ষুব্ধ জনতা। প্রতিবাদকারীরা আইভীর দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজপথ মুখর করে তোলে। খোদ ২৬ জন কাউন্সিলর উপস্থিত থেকে জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দুর্নীতির বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন, মেয়র আইভীর দুর্নীতির বিচার দাবি করেন।

প্রয়াত বড় ভাই ও এমপি নাসিম ওসমানকে স্মরণ করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের গ্যাসের সমস্যা সমাধানে নাসিম ওসমান কাজ করেছেন। আর তখনই আইভীর আঁতে ঘা লেগে যায়। অনুগামী একজন কাউন্সিলরকে দিয়ে গোদনাইলে মামলা ঠুকে দেন। বন্ধ হয়ে যায় গোদনাইল থেকে পঞ্চবটি পর্যন্ত গ্যাসের পাইপ সংযোগ স্থাপনের কাজ। পরে আমার অপর ভাই সেলিম ওসমান যখন নাসিম ওসমানের মৃত্যুর পর এমপি হয়েছেন, তিনি ওই কাউন্সিলরকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। পরে মামলা তুলে নেওয়ার পর গ্যাসের কাজ সম্পন্ন হয়। এখন নারায়ণগঞ্জে আর গ্যাসের সমস্যা নাই। মানুষের দুর্ভোগ কমে গেছে। অথচ সেই গ্যাস নিয়ে আইভী নোংরা রাজনীতি করেছে।

শীতলক্ষ্যা সেতু প্রসঙ্গে শামীম ওসমান বলেন, শীতলক্ষ্যা সেতু নির্মাণের জন্য প্রাণান্ত চেষ্টা করেছিলেন নাসিম ওসমান। বিদেশি ফান্ডও তৈরি হয়েছিল। কিন্তু বাধা দিয়েছেন আইভী। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আশা করছি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই সেতু নির্মাণের কাজ শেষ হবে।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান কত বড় আত্মত্যাগ করেছেন তা একমাত্র আমিই জানি। কেননা আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে আইভীর পক্ষে নির্বাচন করেছি। পরিশেষে সেই আইভী আমাকে দিয়েছে প্রহসন, যন্ত্রণা আর তিরষ্কার।

মেয়র আইভীর দুর্নীতির বিচার চেয়ে তিনি বলেন, আমি নিজেও দুর্নীতি করি না,  অন্যকেও করতে দিব না।

সমাবেশে সিটি করপোরেশনের কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, কামরুল হাছান মুন্না, আলমগীর হোসেন, আলাউদ্দিন আলাল, দুলাল প্রধান, আনোয়ার হেসেন আনু, জান্নাতুল ফৌরদোস নীলা, রেহানা আক্তার ও হাছান প্রধানসহ ২৬ জন কাউন্সিলর জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে বক্তব্যে বলেন, আমরা সিটি করপোরেশনের কাউন্সিলর হয়েও নির্যাতিত। তেমন কোন কাজ করতে পারি নাই। সিটি করপোরেশনের মেয়রের দুর্নীতি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ দুর্নীতির সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এর তদন্ত হওয়া প্রয়োজন। তাহলে আরো বড় বড় দুর্নীতি বেরিয়ে আসবে।  

সমাবেশে আরো বক্তব্য রাখেন- চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মঞ্জরুল হক, বিকেএমইএর সহ-সভাপতি জি এম ফারুক, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন সভাপতি নাজমুল আলম সজল, জেলা বারের সাধারণ সম্পাদক হাছান ফৌরদোস জুয়েল, নিউজ পেপারস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমী, বিএমএর সভাপতি ডা. শাহনেওয়াজ, সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ইব্রাহীম চেঙ্গিস, দোকান মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান খসরু, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, জাসদের সভাপতি এম এ ছাত্তার, জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি প্রবীর সাহা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নূরুল হুদা, যুবলীগ নেতা শাহ নিজাম, শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়রের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জোরালো অভিযোগ তোলেন স্থানীয় এমপি শামীম ওসমান। ৪ মার্চ জাতীয় সংসদের ৫ম অধিবেশনে তিনি এ বিষয়ে দেশবাসীকে জানানোর জন্য কয়েকটি লিখিত প্রশ্ন উপস্থাপন করেন। তার প্রশ্ন ও অভিযোগের সূত্র ধরেই তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৬ এপ্রিল এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয়। ৪ মাসের মাথায় তদন্ত শেষ করা হয়। চলতি মাসেই এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগে জমা দেয়া হয়। পরে প্রাথমিকভাবে সিটি মেয়রের দুর্নীতি প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নিতে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে নারায়ণগঞ্জজুড়ে আইভীর দুর্নীতির বিরুদ্ধে চলছে জোরালো আন্দোলন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।