ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খোকার বিরুদ্ধে নিয়োগে অনিয়মের মামলা চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
খোকার বিরুদ্ধে নিয়োগে অনিয়মের মামলা চলবে সাদেক হোসেন খোকা

ঢাকা: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)  বিভিন্ন পদে লোক নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র সাদেক  হোসেন খোকার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।



ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা থাকলো না বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে ২০১০ সালে ২৯ জুন ডিসিসির সাবেক মেয়র খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে সাদেক হোসেন খোকা। এ আবেদনের শুনানি নিয়ে ২০১২ সালের ৩০ মে হাইকোর্ট খোকার আবেদন খারিজ করে দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিলে যান খোকা। সোমবার আপিল বিভাগ খোকার আবেদন খারিজ করে দেন।

অভিযোগে বলা হয়, ২০০৬ সালে ১৮ অক্টোবর ডিসিসির তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ কর্মকর্তা পরস্পর  যোগসাজশে দুর্নীতির মাধ্যমে একদিনে ৪৯ জন কর্মচারী নিয়োগ দেন। ওই ৪৯ কর্মচারী একই দিনে মৌখিক পরীক্ষা, নিয়োগপত্র এবং চাকরিতে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।