ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পল্লবীতে ২০ বোমাসহ জামায়াতের সাবেক দুই এমপি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
পল্লবীতে ২০ বোমাসহ জামায়াতের সাবেক দুই এমপি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) ১৩ জনকে আটক করেছে পুলিশ।

এ সময় ওই বাসা থেকে ২০টি বোমাসহ বিপুল ‍পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়।



সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে এসব হাতবোমা উদ্ধার করা হয়। নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পল্লবী থানা পুলিশের এ যৌথ ‍অভিযানে আটক হওয়াদের মধ্যে তিনজন জামায়াত নেতা রয়েছেন।

এরমধ্যে রাজশাহীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং খুলনা-৫ আসনের সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারও আছেন বলে জানায় পুলিশ।

ঢ‍াকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক এমপি ও জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আরেক জামায়াত নেতা অধ্যাপক হারুণ অর রশিদও আছেন।

ওসি বলেন, নাশকতার পরিকল্পনা করতে তারা ওই বাসায় গোপনে বৈঠক করছিলেন। সূত্রে খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।

আটক হওয়াদের ‍বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫, আপডেট: ১৬২৮ ঘণ্টা
এনএইচএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।