ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

ঢাকা: গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে চারটি বাম সংগঠন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট।



জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন এস এম পারভেজ লেলিন।

বিক্ষোভ সমাবেশে ফয়জুল হাকিম বলেন, বিদ্যুৎ-গ্যাস-পানির মূল্য বৃদ্ধি জনগণের ওপর এক হামলা। মন্ত্রী-এমপি-আমলাদের লুটপাট দুর্নীতি আর আরাম-আয়েশের জন্য এই দাম বৃদ্ধি করেছে সরকার।

ফয়জুল হাকিম বলেন, ‘ধাপ্পাবাজির’ নির্বাচনে গঠিত সরকার দেশে ফ্যাঁসিবাদ কায়েম করেছে। সভা-সমাবেশ-মিছিলে বাধা দিয়ে জনগণের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে।

জাফর হোসেন বর্তমান ফ্যাঁসিবাদী শাসন উচ্ছেদ করতে শ্রমিক-কৃষক ‘নিপীড়িত জাতি ও জনগণকে’ রাজপথে সংগ্রামে নামার আহ্বান জানান।

মাসুদ খান দেশের রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির নিয়ন্ত্রণ চূর্ণ করতে প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

জাতীয় গণফ্রন্ট সমন্বয়কের টিপু বিশ্বাস বলেন, বিদ্যুৎ-গ্যাস-পানির মূল্য বৃদ্ধি রুখে দিন।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।