ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
পাবনায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

পাবনা: পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শানিকদিয়ার চর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের আসলাম গ্রুপ ও পান্না সরকার গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে।



এ সময় উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। সংঘর্ষের সময় কমপক্ষে ৫টি বাড়ি ও ৪টি দোকান ভাঙচুর করা হয়েছে।

আহতদের মধ্যে ১০ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সদর উপজেলার শানিকদিয়ার চর গ্রামের বিল্লাল হোসেন (৪০), মিজান (৩০), বাবু প্রামাণিকের ছেলে বাবলু (২৩), মুর্শিদ খাঁর ছেলে রিপন (১৪), হাবু মন্ডলের ছেলে সামাদ (২৮), উজ্জ্বলের স্ত্রী সবুরা খাতুন (৩০), জামাল উদ্দিনের স্ত্রী জহুরা খাতুন (৫৫), আজাদ প্রামাণিকের ছেলে ডাবলু (৩৫), হাসান প্রামাণিকের ছেলে শাহিন (৩০) ও মতিন (৪৫)।  

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বিল্লাল হোসেনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত মিজান হোসেন বাংলানিউজকে জানান, অনেকদিন ধরেই শানিকদিয়ার হাটের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আসলাম হোসেনের সঙ্গে পান্না সরকারের বিরোধ চলছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, সোমবার রাতে তারা শানিকদিয়ার বাজারের চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় আসলামের সমথর্করা তাদের ওপর হামলা চালায় এবং বন্দুক দিয়ে গুলি করতে থাকে। বন্দুকের গুলিতে আহত হয়ে এবং ভয়ে তারা দিগ্বিদিক পালাতে থাকেন। হামলার সময় আসলামের লোকজন বকুল, মুকুল, মজিবর, সাহেবের বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন বাংলানিউজকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসেছেন। তবে এখন পর্যন্ত কেউ তাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেননি।

এ ব্যাপারে পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল বাংলানিউজকে বলেন, এটা কোনো দলীয় কোন্দল নয়। সম্পূর্ণ এলাকাভিত্তিক গোষ্ঠীগত ঝামেলা। এর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো সম্পর্ক নেই।

রাত ১১টায় পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।