ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পাঁচ পেট্রোল বোমাসহ জামায়াতের দুই নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
পাঁচ পেট্রোল বোমাসহ জামায়াতের দুই নেতা আটক

ঝিনাইদহ/বেনাপোল(যশোর): ঝিনাইদহে পাঁচটি পেট্রোল বোমাসহ জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও যশোর জেলা জামায়াতের সাবেক আমিরসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন-যশোর জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান (৫০) ও ঝিনাইদহ ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাজ্জেল হোসেন (৫২)।



সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির জন্য ঝিনাইদহ শহরের পবহাটির মোহাজ্জেল হোসেনের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আজিজুর রহমান ও মোহাজ্জেল হোসেনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

আজিজুর রহমানের নামে যশোর কোতোয়ালি থানায় ২টি নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।