ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা, এরশাদ ও রওশন অসাম্প্রদায়িক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
শেখ হাসিনা, এরশাদ ও রওশন অসাম্প্রদায়িক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। এই দেশে কোনো সাম্প্রদায়িক শক্তির ঠাঁই নাই।


 
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন।

রাজধানীর শ্যামপুরে শ্রী শ্রী রামকৃঞ্চ গিরিধারী মন্দিরের দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 
বাবলা আরও বলেন, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ঘোষিত সময়ের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে।
 
তিনি বলেন, এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করছে। সবাই ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক শক্তি এ ঐক্যে ফাটল ধরাতে চাইলে তার বিষদাঁত উপড়ে ফেলতে হবে।
 
মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল দাশের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, মো. হানিফ, আওয়ামী লীগ নেতা মো. মফিজ, শ্যামপুর ও কদমতলি থানা পূজা উদযাপন কমিটির নেতা কানাই লাল দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এসআই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।