ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
সরকার ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকা: বর্তমান সরকার মানুষ দ্বারা পরিচালিত হয়। তাই সরকারও ভুল ক্রুটির ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।



মঙ্গলবার বিকেলে (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, সরকার সব দিকে সফল নয়। তবে ভুল ক্রুটির ঊর্ধ্বে উঠে সরকার সফলতার পথে হাঁটছে। ভুল ক্রুটির বিষয় জনগণ বিবেচনা করবে।

তিনি বলেন, ৭১ এর চেতনার বিকৃতি ঘটেছে। তা থেকে আমরা পুরোপুরি ফিরে আসতে পারিনি, পারবো না। যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছে তা বাস্তবায়িত হয়নি। ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা পায়নি।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে সর্বক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয়ের ফলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ থেকে মুক্তি পেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শদ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।