ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামে জঙ্গিবাদের স্থান নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ইসলামে জঙ্গিবাদের স্থান নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে ইসলামের প্রকৃত শিক্ষাকে কাজে লাগাতে হবে।

শান্তির ধর্ম ইসলামের শিক্ষা বিস্তারে বর্তমান সরকার সমন্বিত মহা পরিকল্পনা হাতে নিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগুরায় নবনির্মিত দু’টি মসজিদের উদ্বোধনকালে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নাদভী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণসহ কোরআনের শিক্ষাকে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত করে প্রকৃত আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি হাউজের অর্থায়নে মাগুরার মহম্মদপুর উপজেলার বলরামপুর ও সদর উপজেলার পারনান্দুয়ালীতে মসজিদ দু’টি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় প্রায় ৫০ লাখ টাকা।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।