ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আলী আটক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আলী আটক ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়‍াছিন আলীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজধানীর পল্লবী থানার দোয়ারীপাড়া থেকে তাকে আটক করা হয়।



আটকের বিয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খ‍ান।

আটকের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, ইয়াছিন আলী ২২টি মামলার পলাতক আসামি। সবগুলো মামলা নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা হয়। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক  মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসজেড/এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।