ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সাভার উপজেলা যুবলীগের উদ্যোগে শোকদিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
সাভার উপজেলা যুবলীগের উদ্যোগে শোকদিবস পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাভার উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চল্লিশতম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সাভারের একটি কমিউনিটি সেন্টারে শোক দিবসের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধুর জীবনীর ওপর বিশেষ আলোচনা করা হয়।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত জনতার মাঝে তোবারক বিতরণ করা হয়।

সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সেলিম মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউল আলম খান বারকু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।