ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মিনুর শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
বিএনপি নেতা মিনুর শারীরিক অবস্থার উন্নতি মিজানুর রহমান মিনু

রাজশাহী: বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তবে এখনও তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)  রাখা হয়েছে।



বুধবার (০৯ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. খালেক বাংলানিউজকে জানান, বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর অবস্থা আশঙ্কাজনক মনে হয়েছিল। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

‘তবে ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত এ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাই উন্নতি হলেও তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে,’ বলেন ডা. খালেক।

এর আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে দাঁতের চিকিৎসার জন্য মিনুকে কারাগার থেকে হাসপাতালের বহির্বিভাগে নেওয়া হয়। কিন্তু দাঁতের চিকিৎসা চলাকালে হঠাৎ তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়।

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা সাত মামলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু কারাগারে বন্দি ছিলেন।

গত ১৩ জুলাই দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।