ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা ছাত্রদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা ছাত্রদলের

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিএনপির ছাত্রসংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।



সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো ওই বিবৃতিতে মামুনুর ও আকরামুল বলেন বলেন, দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। এক দেশে দুই নীতি বিদ্যমান। সরকারের লোকজন ইচ্ছেমত টাকা-পয়সা লুটপাট করে সেই টাকা নিরীহ জনগণের পকেট থেকে ওঠাতে ব্যস্ত। নয়তো উচ্চ শিক্ষাকে যেখানে সরকারের প্রণোদনা দেওয়া উচিত, সেখানে কী করে করারোপ করা হতে পারে। অথচ সেই করারোপ বাতিলে শিক্ষার্থীরা যখন অহিংস আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ করছে, তখন তাদের ওপর পুলিশের আক্রমণ কোনোভাবেই কাম্য নয়।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই সরকারের উপর জনরোষ ক্রমান্বয়ে বাড়ছে। তারা প্রশাসনের লাঠিতে ভরসা করে ক্ষমতায় থাকতে চাইছে। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি করতেও দ্বিধা করছে না।

ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের ওপর হামলার যথাযথ বিচার দাবি করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।