ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মামলায় জর্জরিত বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
মামলায় জর্জরিত বিএনপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন

ঢাকা: বিএনপিকে মামলা দিয়ে জর্জরিত করে ফেলেছে সরকার। তবু জনপ্রিয়তা কমে নাই।

মাঠ পর্যায়ে কোটি কোটি কর্মী রয়েছে। কাজেই মামলা আরও দিলেও সমস্যা নেই।
 
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এসব কথা বলেন।
 
আওয়ামী লীগ ও বিএনপির তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শেষ হয়ে গেছে। ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে কোনো আওয়ামী লীগার নেই। যারা আছে তারা অশিক্ষিত, সন্ত্রাস, মদ ও ফেন্সিডিলে আসক্ত। আর বিএনপিকে সরকার এত মামলা দিয়েছে যে মামলায় মামলায় বিএনপি জর্জরিত হয়ে গেছে। দলের গ্রাম পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে। কিন্তু এতে বিএনপির জনপ্রিয়তা আরো বেড়েছে।
 
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, পৃথিবীর যাকে দিয়েই জরিপ করান না কেন, বাস্তবতা হচ্ছে এদেশের ৮০ শতাংশ জনগণ আওয়ামী লীগ ও তার সরকারকে পছন্দ করে না। ৮০ শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ করে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পছন্দ করে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গেছে। মাঠ পর্যায়ে তো আওয়ামী লীগার নেই, সরকারেও নেই। ইনু মিনু দিয়ে সরকার ভরে গেছে। মন্ত্রিসভা হচ্ছে হাইব্রিড মন্ত্রিসভা।
 
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারের আমলে দুঃশাসন চলছে। মায়ের পেটে শিশুকেও মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে নির্মমভাবে শিশু হত্যা চলছে। অথচ কিছু বলা যাচ্ছে না।
 
‘ইনু নাকি রাজনৈতিক থেরাপি আবিষ্কার করেছেন’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই ইনু, যে শেখ হাসিনা আর তার জাতির পিতার ছবি ভেঙ্গেছিলো, সে আজ সরকারের উপর চেপে বসেছে। আজ সে জঙ্গিবাদ নির্মূল করতে ‘ধরো, বিচার করো, ফাঁসি দাও’ নামে রাজনৈতিক থেরাপি দিচ্ছে। তার মানে হচ্ছে-ধর্ম নিয়ে কোনো কথাও বলা যাবে না। কথা বললেই জঙ্গি বানিয়ে বিচার করবে।
 
তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯,২০১৫
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।