ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিনকে গ্রেফতারে এ্যানি-টুকুর নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিনকে গ্রেফতারে এ্যানি-টুকুর নিন্দা

ঢাকা: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আলীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।



এ্যানি ও টুকু বলেন, দেশের মানুষ অনেক সহ্য করেছে, আর নয়। কোনো কারণ ছাড়া, উস্কানি ছাড়া, কর্মসূচি ছাড়া বিএনপির নেতাকর্মীদের এভাবে গ্রেফতার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন যে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে, তা দেশবাসীর কাছে পুরোপুরি স্পষ্ট।
 
বিএনপির এ দুই নেতা অবিলম্বে ইয়াসিন আলীর মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।