ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হতাহতদের স্বজনদের আর্থিক অনুদান দিলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
হতাহতদের স্বজনদের আর্থিক অনুদান দিলেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাম্প্রতিক আন্দোলনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নিহত, আহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের স্বজনদের আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তার গুলশান কার‌্যালয়ে হতাহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের স্বজনদের ডেকে এ আর্থিক অনুদান দেন তিনি।



স্বজন হারানো তিন পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে এবং আহত এক পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন বিএনপির চেয়ারপারসন।
 
এ সময় খালেদা জিয়া বলেন, নিজেদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, তাহলে তা দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনকে মজবুত করতে যেকোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
 
এছাড়া বয়সের কারণে যারা দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে পারেন না, তাদের পদ থেকে সরে দাঁড়িয়ে তরুণ নেতৃত্বকে সহায়তা ও দলকে গতিশীল করার জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
 
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এজেড/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।