ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা বিদ্যুৎ নয় জঙ্গি উৎপাদন করেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
খালেদা বিদ্যুৎ নয় জঙ্গি উৎপাদন করেছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারা নিজ ইউনিয়নের চারটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন।



আর শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করে বিদ্যুৎ উৎপাদন করছেন। ভবিষ্যতে বাংলাদেশে জঙ্গি থাকবেনা বিদ্যুৎ থাকবে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ, জাসদ এবং মহাজোটের ঐক্যের কারণে। এই ঐক্য অটুট থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে বিপ্লবী বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রজনীতির পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে, আওয়ামী লীগের পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে এবং জাসদের পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে উভয় দল আমরা ঠান্ডা মাথায় ঐক্য করেছি, আমাদের ভয়াবহ শত্রু জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য। যারা হাটে ঘাটে মাঠে বিভিন্ন রকম দলাদলি অন্তঃকলহে লিপ্ত আছেন তারা কার্যত খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন।

এ সময় তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি সর্ম্পকে বলেন, সরকারি শিক্ষকরা যারা আছেন, তারা পে স্কেলে যেভাবে সুযোগ সুবিধা নির্ধারিত করা হয়েছে, সেই সুযোগ সুবিধা পেতে থাকবেন। তাদের ব্যাপারে মন্ত্রী পরিষদের একটা গুরুত্বপূর্ণ সংস্থার মধ্য দিয়ে পুরো বিষয়টি পর্যালোচনা করে চুড়ান্ত সিধান্ত জানানো হবে।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন সর্ম্পকে মন্ত্রী আরো বলেন, একটা প্রস্তাব উত্থাপন করার সঙ্গে সঙ্গে ধর্মঘট করার তো দরকার নেই। শিক্ষকরা তো শিক্ষিত মানুষ। একটা প্রস্তাব উত্থাপন করা হলে তা বিবেচনা করতে তো সময় লাগবে। প্রস্তাব পরীক্ষা করার সময় না দিয়ে ক্লাস বর্জন করছেন, এটা সঠিক নয়, শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ নয়।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনারকলি মাহবুব উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী বিপ্লবী বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।