ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদাবাজির মামলা

নাজমুল হুদাকে খালাস দিলেন হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
নাজমুল হুদাকে খালাস দিলেন হাইকোর্ট নাজমুল হুদা

ঢাকা: নিজ দলের সাবেক সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা হিসেবে গাড়ি নেওয়ার মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

নাজমুল হুদার আপিলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞাঁর একক বেঞ্চ এ রায় দেন।



এ মামলায় ২০০৮ সালের ১২ জুন ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবু মোহসীনের আদালত নাজমুল হুদাকে  ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ওই মামলার অপর আসামি ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।

নাজমুল হুদার খালাসের রায়ের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার মোদাররেস এলাহী তিরু।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি বগুড়ার সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ ঢাকায় নাজমুল হুদার ধানমণ্ডির বাসায় গেলে হুদা তার পত্রিকা ‘খবরের অন্তরালের’ জন্য সিরাজের কাছে দু’টি গাড়ি চাঁদা হিসেবে দেওয়ার দাবি জানান। সিরাজ প্রথমে চাঁদা হিসেবে গাড়ি দিতে অস্বীকৃতি জানান।

কিন্তু পরে তাকে বাধ্য করা হলে তিনি ওই বছরের ২৭ ফেব্রুয়ারি উত্তরা মোটরস থেকে একটি ৮শ’সিসি মারুতি গাড়ি কিনে হুদাকে দেন।

২০০৭ সালের ২৯ জুলাই ধানমণ্ডি থানায় নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন জিএম সিরাজ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।