ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হামিদা খানমের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
হামিদা খানমের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কে জে হামিদা খানমের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

 

শোক বার্তায় তিনি বলেন, “কে জে হামিদা খানম একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। আমি হামিদা খানমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি দলের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতবাসী করেন। ”

শুক্রবার ভোর ৫টায় রাজধানীর ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।