ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘বাজেট ঘাটতি পূরণে জনগণের পকেট কাটতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
‘বাজেট ঘাটতি পূরণে জনগণের পকেট কাটতে হবে’ ছবি: সোহাগ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরের বাজেট ঘাটতি পূরণে অর্থমন্ত্রীকে জনগণের পকেট কাটতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি  এ মন্তব্য করেন।



গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চলতি বাজেটের ঘাটতি পূরণ করা অসম্ভব। এ ঘাটতি পূরণ করতে হলে অর্থমন্ত্রীকে রাস্তায় নেমে জনগণের পকেট কাটতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের চেতনার সঙ্গে জনগণের চেতনা সাংঘর্ষিক। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার সংঙ্গে দেশের জনগণের চিন্তার পার্থক্য রাত-দিনের।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে যে আন্দোলন গড়ে তুলছে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এ নেতা বলেন,  শিক্ষার্থীরা সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু তাদের ওপর সরকার ভ্যাট ধার্য করার পরপরই রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। এজন্য অবশ্যই প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।

গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়া আজও কারামুক্ত নন। কারণ বিএনপির সিনিয়র নেতারা যদি কারাগারে বন্দি থাকেন, তাহলে কীভাবে তিনি মুক্ত হন। বিএনপির সিনিয়র নেতারা যেদিন মুক্তি লাভ করবেন, সেদিনই তিনি কারামুক্তি লাভ করবেন।

এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। এক-এগারোর ষড়যন্ত্রকারীদের অনেকেই খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে পদ-পদবি নিয়েছিল।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডডভোকেট সানাউল্লাহ মিয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এফবি/এসইউজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।