ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে কৃষকলীগের বর্ধিত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
রাঙামাটিতে কৃষকলীগের বর্ধিত সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।



অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুর হক রেজা।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ধিত সভা শুরু হয়।

বর্ধিত সভার সভাপতি সুবর্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহিদ আক্তারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সহ সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ, যুগ্ম সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুছা মাতব্বর।

আলোচনা সভার শেষে জাহিদ আক্তারকে আহ্বায়ক ও উদয় শংকরকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কৃষকলীগ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।