ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ সভাপতিকে মাদারীপুরের শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ছাত্রলীগ সভাপতিকে মাদারীপুরের শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগকে ঢাকাস্থ মাদারীপুর জেলার শিক্ষার্থীরা সংবর্ধনা দিয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে তারা এই সংবর্ধনা জানায়।



সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, একই জেলার ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সেচ্ছাসেবকলীগ নেতা খাইরুল হাসান জুয়েল ও মতিউর রহমান এবং চলচ্চিত্র প্রযোজক জাকির হোসেন রাজু সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাদারীপুরের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ছাত্রলীগ সভাপতিকে ফুলের তোড়া এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইমরান খান। অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। প্রতিশ্রুতি দিচ্ছি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমি সর্বদা আপনাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় ইতোমধ্যেই আমাদের স্বপ্নের পদ্মাসেতুর কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই দায়িত্ব পালন করে যাব। আপনাদের আস্থা আমি ভঙ্গ করব না।

সাইফুর রহমান সোহাগ ছাত্রলীগের ২৮তম নির্বাচিত সভাপতি। চলতি বছরের ২৬ জুলাই ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হন।

সভাপতি সোহাগ ১৯৮৬ সালের ৩১ আগস্ট মাদারীপুর জেলার দক্ষিণ দুধখালি ইউনিয়নে জন্মগ্রহন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করে বর্তমানে  একই বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স করছেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এনএইচএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।