ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

ঢাকা: আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে যেসব জেলায় এখনোও সম্মেলন হয়নি সেসব জেলার সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে।



শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় কার্য নির্বাহী সংসদের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

সভা শেষে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন করার কথা জানিয়ে বলেন, এর আগে যেসব জেলায় সম্মেলন বাকি আছে সেগুলো শেষ করতে হবে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে যেসব জেলায় সম্মেলন হয়েছে সেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা সম্মেলন এখনো শেষ হলো না কেনো জানতে চেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদকদের কাছে। একই সঙ্গে যেসব জেলায় সম্মেলন হয়েছে সেখানে কেনো পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি তাও জানতে চান সভাপতি। সেই সঙ্গে দ্রুত সম্মেলন শেষ করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেছেন, ডিসেম্বরে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে সংগঠনকে গোছাতে হবে, জোরদার করতে হবে।

সূত্র আরো জানায়, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের জোটের শরীকদের নিয়ে উল্টা-পাল্টা কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

এছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী যেন দেওয়া যায় সেই ব্যাপারে আগে থেকেই প্রস্তুত থাকার কথাও বলেন।

সূত্র আরো জানায়, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জেলা কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার নিজ জেলা কিশোরগঞ্জের সম্মেলন না হওয়ার জটিলতা নিরসন করে আগামী সাতদিনের মধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।

সভায় বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের একটি আধুনিক ভবন নির্মাণ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত ভবনটি হবে দশতলা বিশিষ্ট।   এই ভবনে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেরও ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়। কার্যালয়ের সামনে ২১ আগষ্টের স্মৃতি ফলক নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসকে/এসএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।