ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘এমপি-মন্ত্রীদের আচরণে বিব্রত সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
‘এমপি-মন্ত্রীদের আচরণে বিব্রত সরকার’ ওমর ফারুক চৌধুরী

ঢাকা: যুবলীগ বা ছাত্রলীগ নয়, এমপি-মন্ত্রীদের আচরণে সরকার বিব্রত হচ্ছে বলে মনে করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের এক সভায় তিনি এ কথা বলেন।


 
ওমর ফারুক চৌধুরী বলেন, দু’একটা ঘটনায় জড়িয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে যুবলীগ-ছাত্রলীগকে দোষারোপ করছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের জন্য আমাদের দায়ী করছে। আমরা তদন্ত করে দেখেছি, ওইসব ঘটনায় আমাদের (যুবলীগ) কোনো সম্পৃক্ততা নেই।
 
তিনি বলেন, হজ্জ্ব-ত‍াবলীগ নিয়ে একমন্ত্রীর মন্তব্য। শিক্ষকদের নিয়ে আরেক মন্ত্রীর বিষোদগারসহ এমপি-মন্ত্রীদের বিভিন্ন আচরণ ও কর্মকাণ্ডে সরকার বিব্রত।
 
যুবলীগ চেয়ারম্যান বলেন, আমাদের কোনো পর্যায়ের নেতাকর্মী অসাংগঠনিক, অরাজনৈতিক বা শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া মাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও তাই করবো।
 
যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন- যুবনেতা ড. আহমেদ আল কবির, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, ডা. হেলাল উদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।