ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়রের আ'লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়রের আ'লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: সহস্রাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগদান করেছেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা জামিলুর রহমান মিরন।

এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


 
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুকের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে যোগদান করেন নেতাকর্মীরা। তাদের ফুল দিয়ে বরণ করেন আওয়ামী লীগ নেতারা।
 
এর আগে, মোটর শোভাযাত্রা ও মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন যোগদান করতে আসা নেতাকর্মীরা।
 
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু।  
 
এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।  
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আলী আজগর খান দাউদ, আনিসুর রহমান, সাংগঠনিক সুভাষ চন্দ্র সাহা, জার্মান আওয়ালী লীগের যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোটমণি, আওয়ামী লীগ নেতা এস আকবর খান প্রমুখ।
 
অনুষ্ঠানে যোগদান করা নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক পৌর কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল, সরকারি সাদত কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কামরুজ্জামান রিপন, জেলা ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিকদার মানিক, মনছুর হোসেন প্রমুখ।
 
জামিলুর রহমান মিরন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বের হয়ে কৃষক শ্রমিক জনতা লীগ নামে দল গঠন করলে সে সময় জামিলুর রহমান ওই দলে যোগদান করেন। তিনি টাঙ্গাইল পৌরসভার পর পর দুইবার মেয়র নির্বাচিত হন। দীর্ঘ ১৬ বছর পর আবারো নিজ ঘরে ফিরে গেলেন জামিলুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।