ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ সফর করবে ১৪ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ সফর করবে ১৪ দল

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে এবার মাঠে নামছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।

রোববার (১৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা এবং সোমবার (১৪ সেপ্টেম্বর) গাইবান্ধা ও বগুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা সফর করবেন।



শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোটের দফতর সমন্বয়ক মৃণাল কান্তি দাস এমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে নেতারা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা সম্পর্কে অবহিত হবেন এবং সাধ্যমতো তাদের সহযোগিতা করবেন।

সফরে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

অন্য নেতাদের মধ্যে থাকবেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জাসদ) যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হাক্কানি, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট বীরেন সাহা, গণআজাদী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান রঞ্জু, তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, গণতন্ত্রী পার্টির যুগ্ম-সম্পাদক মো. খায়রুল আনাম, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী প্রমুখ।

বাংলাদেশ সময়:১৮৫২ ঘণ্টা, সেপ্টম্বর ১২, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।