ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ী পৌর আ.লীগের সভাপতি উজির, সম্পাদক সফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
রাজবাড়ী পৌর আ.লীগের সভাপতি উজির, সম্পাদক সফি

রাজবাড়ী: রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. উজির আলী শেখ রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।   সাধারণ সম্পাদক হয়েছেন মো. সফিকুল ইসলাম সফি।



দীর্ঘ এক যুগ পর শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত রাজবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন এ নেতৃত্ব নির্বাচিত হয়।

জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে সম্মেলনের প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসেনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম।

এরআগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী।

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইরাদত আলী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সোবাহান, আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার, অ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সফিকুল আজম মামুন প্রমুখ।

সর্বশেষ ২০০৩ সালে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।