ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বাঘারপাড়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বাঘারপাড়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক ছবি : প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ আউয়ালকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়ার চাড়াভিটা বাজার থেকে তাকে আটক করা হয়।

তিনি উপজেলার চাড়াভিটা পাকেরআলী এলাকার আইয়ুব আলীর ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কাওছার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আউয়ালকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।