ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার যশোর যাচ্ছেন এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
রোববার যশোর যাচ্ছেন এরশাদ হুসেইন মোহাম্মদ এরশাদ (ফাইল ফটো)

যশোর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর আসছেন। এদিন তিনি জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন।



যশোর জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী সরু বাংলানিউজকে বলেন, দীর্ঘ পাঁচটি বছর পর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এছাড়া সম্মেলনে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, সভাপতিমণ্ডলীর সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাপা নেতা সুনীল শুভ রায়সহ কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নতুন মাত্রা যোগ হয়েছে।

২০১০ সালের ২৩ নভেম্বর সর্বশেষ যশোর জেলা জাপার সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন উপলক্ষে জেলার আটটি উপজেলার ৭৪০ কাউন্সিলরের তালিকা তৈরি করেছে সম্মেলন প্রস্তুত কমিটি।

এদিকে, গত কয়েকদিন ধরে জেলা জাপার সভাপতি পদে শরিফুল ইসলাম সরু চৌধুরীর নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মিনহাজুল আরেফিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল হক জহির ও জেলা কমিটির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।